হেমন্ত কাল ও শীত কালে সরিষা বোনার সময় ।
ছাদ বাগানে আজই সরিষা বপন করুন । মোটামোটি ০৫ দিনের মধ্যে
এমন ফুল পাবেন এবং ৫০ দিন পর বোনাস হিসেবে সরিষা পাবেন ।
১২ ইঞ্চি টবে গোবর সার দিয়ে মাটি তৈরী করে এক চা চামচ সরিষা
বপন করুন । সরিষা বপনের তিন দিন পর ছোট গাছ হবে । তারপর প্রতি দুই দিন পর পানি
দিতে হবে ।
সরিষা ছাদ বাগানে স্হান দেওয়ার গুরুত্ব অনেক :
১. ফুল, পাখি ও মৌমাছির সমারোহ
বৃদ্ধির জন্য ।
২. ত্বক, চুল ও স্বাস্থ্যের জন্য ।
৩. নিদ্রাহীনতা ও ক্যান্সার প্রতিরোধক
৪.শ্বাসকষ্টের প্রদাহ হ্রাস করে।
৫. রক্ত সঞ্চালন,
হজম
প্রক্রিয়া এবং হরমোন নিঃসরণের মাত্রা বাড়িয়ে দেয়।
৬. সেক্স পাওয়ার বাড়ানোর জন্য
৭.
খুশকি
দূর করে এবং চুল বৃদ্ধি করার জন্য
৮. চুল পাকা রোধ করার জন্য
৯.
ত্বকের
কালো দাগ দূর করার জন্য
১০ .ঠোঁটের শুষ্কতা দূর করে এবং ত্বকের প্রদাহ দূর করে।
১১. নাকের বদ্ধভাব দূর করার জন্য
১২. সরিষা খেতে সেলফি তোলার জন্য
ইত্যাদি
ইত্যাদি ইত্যাদি .....
0 comments: