Tuesday, June 29, 2021

রাতের আকাশে গ্রীষ্মের ত্রিভুজ

২৭ মে ২০২১ তারিখ রাত ২ টার পর মাথার উপর আকাশে সামার ট্রায়াঙ্গেল দেখলাম গ্রামের বাড়িতে । রাতটি ছিল পূর্নিমার পরের রাত । পূর্ণিমার পরের রাত হওয়ায় আকাশে আলোকোজ্জ্বল ছিল । উপরন্তু আকাশে মেঘের ভেলা থাকলেও আমাদের গ্রামের আকাশ বায়ুদূষণ ও আলোক দূষণমুক্ত হওয়ায় স্পষ্টভাবে সামার ট্রায়াঙ্গেল স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো ।
সামার ট্রায়াঙ্গেলকে গ্রীষ্মের ত্রিভুজ বলা হয় । সামার ট্রায়াঙ্গেল হলো তিনটি নক্ষত্রের নকশা । নক্ষত্রগুলোর নাম হলো Vega, Altair এবং Deneb । এগুলোর বাংলা নাম হলো অভিজিৎ, শ্রবণা এবং পুচ্ছ । মে-জুন মাসে এসব নক্ষত্র থাকে মধ্য রাতে মাথার উপর । ফেব্রুয়ারী-মার্চ-এপ্রিল বা বসন্ত কালের দিকে থাকে ভোরের আকাশে । নভেম্বর মাসের দিকে এগুলো থাকে সন্ধ্যার পশ্চিম আকাশে । এসব নক্ষত্র চিনলে অনেকগুলো তারামন্ডল চেনা হয়ে যায় । কারণ এসব নক্ষত্র তিনটা তারামন্ডলের অংশ । আকাশের নক্ষত্রগুলো ৮৮ টা তারামন্ডলে বিভক্ত । তিনটা তারামন্ডল বীনা, ঈগল ও বক তারামন্ডলের অংশ । এসব তারামন্ডল চিনতে পারলে এসবের আশে পাশের তারামন্ডলগুলোও চেনা যায় । আমার নিবন্ধের এসব ছবি হতে সামার ট্রায়াঙ্গেল ও কিছু তারামন্ডল বা constellations চেনা সহায়ক হতে পারে ।

শেয়ার করুন

0 comments: