Thursday, June 24, 2021

লড়াই করো - মাঠ ছেড়ে পালিয়ে যেয়ো না

 শক্তি রেখে চলে তারা কখনো হারে না । 
ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র – স্বীকার করো । 
কী ঘাটতি রয়েছে – দেখো, 
পূরণ করো যতক্ষণ না সফল হও । 
 শান্তির ঘুম ত্যাগ করো । 
 লড়াই করো – মাঠ ছেড়ে পালিয়ে যেয়ো না । 
 কিছু না করলে জয়ধ্বনি শোনা যায় না । 
 যে শক্তি রেখে চলে সে হারে না কখনো ।

শেয়ার করুন

0 comments: