মানমন্দির বানানো হয় জনবিরল স্হানে যেখানে আকাশ পরিস্কার থাকে, বায়ু দুষণ থাকে না, আলোক দূষণ হয় না, বায়ুতে আদ্রতা থাকে না, ধোয়া ও ধুলা-বালি থাকে না ।
যে কোন বিশ্ববিদ্যালয় বা ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশের গারো পাহাড় ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় মানমন্দির বানাতে পারে । কারণ এসব এলাকায় মানমন্দির বানানোর যথাযথ পরিবেশ ও আবহাওয়া রয়েছে ।
আমরাও এমন ধরণের এলাকায় মানমন্দির বানাতে আগ্রহী । যারা এই মহত্ উদ্যোগের সাথে যুক্ত হতে চান তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন ।
Meade's LX600 12 টেলিস্কোপ হবে আমাদের প্রাথমিক পদক্ষেপ যা আমাদের এই মানমন্দিরে স্হান পাবে ।
আমাদের মানমন্দিরের সাথে থাকবে – বাংলাদেশি ওয়াটার গার্ডেন, রিসোর্ট, বিজ্ঞান যাদুঘর, হার্বেরিয়াম, প্ল্যানেটেরিয়াম ও সমৃদ্ধ লাইব্রেরী । আমাদের এই প্রকল্প সমন্বিত সাইন্স টুরিজম ও রিচার্সের অংশ হিসেবে তৈরী করা হবে ।
https://www.facebook.com/bdaunion/
খবর বিভাগঃ
আকাশ দেখা
আকাশ পর্যবেক্ষণ
ইভেন্ট
জ্যোতির্বিজ্ঞান
পর্যটন
0 comments: