খবর বিভাগঃ
আন্তজার্তিক প্রসঙ্গ
ডায়েরীর পাতা
রোজনামচা
শিলগুরি করিডোর
প্রকাশিত হয়েছেঃ 10:51 AM
আজব হলেও সত্য বাংলাদেশকে সব সময় পশ্চিবঙ্গই নয়, ভারত অনেকটা ভয়ের চোখে দেখে।
কারণঃ
১) ভার ১৪ মাইল ২২ কিলোমিটার দীর্ঘ শিলিগুরি করিডোর দিয়ে ভারতের উত্তর-পূর্বের ৮ টি রাজ্যের সাথে যোগাযোগ রাখে। ঘটনাক্রমে চীন এই করিডোর দখল করলে ভারত ৮ টি রাজ্য হারাবে। এই শিলিগুরি করিডোর মূলত বাংলাদেশের জায়গা যা ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানের ভাগে পরেছিলো। কিন্তু ভারতের যোগাযোগের স্বার্থে এই এলাকাসহ দিনাজপুর, মুর্শিদাবাদ জেলা ভারতকে দেওয়া হয়। এটা খুবই সংকীর্ণ স্হান বলে চিকেন নেক বা মুরগীর গলা হিসেবে অভিহিত করা হয় ।
২. প্রায় ১০ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে ভারতে টাকা পাঠায়।
৩. ভারত বাংলাদেশি পর্যটকদের হতে বিপুল অর্থ আয় করে। বলতে গেলে স্বাস্হ্য ও শিক্ষাখাতের আয়ের বড় অংশ আসে বাংলাদেশিদের মাধ্যমে।
৪. বাংলাদেশ চীন - পাকিস্তানের প্রভাববলয়ে পুরোপুরি চলে গেলে ভারত বাংলাদেশ হতে সব ধরনের সুযোগ সুবিধা হারাবে।
এসব কারণে হিন্দু নিগ্রহের অজুহাত দিয়ে ভারত কখনো জোড় দিয়ে বাংলাদেশ হতে কোন সুবিধা দাবি করে না। বরং বাংলাদেশ হতে আগত হিন্দুদের নাগরিকত্ব প্রদানের বিষয়কে গুরুত্ব দিয়ে হিন্দুদের কাছে উপস্হাপন করে।
0 comments: