খবর বিভাগঃ
জলজ উদ্যান
পর্যটন
বাংলাদেশি জলজ উদ্যান
ভ্রমণ
সারাদেশ
রূপগঞ্জের কুলাদি বিলের সৌন্দর্য
প্রকাশিত হয়েছেঃ 5:15 PM
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের পাশেই আছে শাপলা ফুলের বিল । বহিরাগতরা ‘শাপলার বিল’ নামে চিনলেও এর মূল নাম শিমুলিয়া কুলাদি বিল।
তিন ধরনের শাপলা জন্মে এ বিলে—লাল, সাদা ও বেগুনি রঙের। তবে লাল শাপলাই বেশি। সাধারণত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বিলে শাপলা থাকে। সেপ্টেম্বর মাস বেড়ানোর উত্তম সময় ।
সেখানে বেশ কয়েকটি ছোট নৌকা রয়েছে, চাইলে সেগুলোতে ঘুরে বেড়াতে পারেন ঘণ্টা চুক্তিতে। উপভোগ করতে পারেন শাপলা ফুলের সৌন্দর্য ।
অবস্হান :
শাপলা বিল - শিমুলিয়া , রুপগঞ্জ,নারায়ণগঞ্জ । কাঞ্চন ব্রিজের নিচ দিয়ে হাতের বাম দিকে পুর্বাচল সেক্টর ৪ এর পর মালুম সিটির কাছে ।
যাতায়াত :
কুরিল বাসস্টপ থেকে কার - ৬০ টাকা জন প্রতি – কাঞ্চন ব্রীজ । অথবা এসি বিআরটিসি বাসে ৯০ টাকা জন প্রতি কাঞ্চন ব্রীজ ।
তারপর অটো রিক্সা ২০/২৫ টাকা নিবে জনপ্রতি শিমুলিয়া যেতে ।
বলতে হবে শিমুলিয়া কুলাদি বিল/শাপলা বিল যাবো ।
তারপর নেমে নৌকা করে বিলে মালুম সিটির পর আদর্শ সিটির পেছন দিকটা বিস্তর লাল শাপলার বিল ঘুরতে হবে ।
দিক নির্দেশনা :
১.সাঁতার না জানলে ২৫০ টাকা দিয়ে লাইফ জ্যাকেট কিনে সাথে করে নিয়ে যেয়ে নৌকা উঠার আগেই পরে নিতে হবে ।
২.সেপ্টেম্বর মাস ঘুরার উত্তম সময় । এই সময় গেলে শাপলা, পদ্ম ও কাশ ফুলও দেখা যাবে ।
৩. বিলের আসল সৌন্দর্য দেখতে হলে অবশ্যই সুর্যের কিরন বিলে পরার আগে যেতে হবে ।সকাল ৭ টায় গেলে ফুটন্ত লাল শাপলা দেখা যাবে । ৯ টার লাল শাপলার পাপড়ি নিষ্প্রভ হয়ে যায় ।
যোগাযোগের ঠিকানা :
বিলের পাশেই থাকেন মিয়া বক্স - ০১৭৭৪০০৯৭৫৪ যেতে চাইলে আগে উনার সাথে যোগাযোগ করে নিতে পারেন ।
গুগল ম্যাপে বিলের সৌন্দর্যতম স্হানের অবস্হান :
GPRS - 23.854262, 90.541736
0 comments: