খবর বিভাগঃ
টিপস্ এন্ড ট্রিকস্
কিবোর্ড দীর্ঘ দিন সচল রাখুন
প্রকাশিত হয়েছেঃ 5:05 PM
ল্যাপটপের কিবোর্ড ও টাচপ্যাডের যত্ন নিতে হবে এই টিউটোরিয়ালে সেটাই তুলে ধরা হলো।
ল্যাপটপের কিবোর্ডকে ধুলো-বালির হাত থেকে রক্ষা করতে বিশেষ কি-বোর্ড স্ক্রিন পেপার ব্যবহার উচিত। ল্যাপটপের কিবোর্ডের ধরন অনুযায়ী বাজারে তা পাওয়া যায়।
ময়লা হাতে কখনো ল্যাপটপ ব্যবহার করা উচিত না। এতে করে টাচপ্যাড এবং কিবোর্ডে ময়লা জমে। তাই ডিভাইসটি ব্যবহারের আগে হাতের ধুলোবালি ঝেড়ে-মুছে নিতে হবে।
ল্যাপটপে গেইম খেলার সময় অনেকে কিবোর্ডে জোরে চাপ দেন। এতে কি ভেঙে যেতে পারে। তাই কিবোর্ডে সব সময় যতটা সম্ভব আস্তে চাপ দেয়া উচিত।
ল্যাপটপে বেশি গেইম খেলা হলে ইউএসবি কিংবা ওয়্যারলেস কিবোর্ড ব্যবহার করা উচিত।
ল্যাপটপ ব্যবহারের সময় পানি, চা, কফির গ্লাস,মগ খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। হঠাৎ করে তরল পদার্থ পড়ে গিয়ে টাচপ্যাড কিংবা কিবোর্ডের ক্ষতি হতে পারে।
টাচপ্যাড ব্যবহারের পাশাপাশি এক্সটারনাল বা ইউএসবি মাউস ব্যবহার করতে চেষ্টা করা উচিত। এতে করে টাচপ্যাডের উপর চাপ কম পড়বে।
কিবোর্ডর ফাঁকে ফাঁকে ময়লা জমলে নরম কাপড় বা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। শক্ত কোন ধাতব বস্তু দিয়ে পরিষ্কার না করাই উচিত
0 comments: