টেংরাগিরি বন্যপ্রাণ অভয়ারণ্য বা টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশে অবস্থিত একটি অভয়ারণ্য। এর স্থানীয় নাম ফাতরার বন ও অনেকের কাছে পাথরঘাটার বন কিংবা হড়িণঘাটার বন নামে পরিচিত। ২০১০ সালের ২৪ অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়।
সুন্দরবনের পর এটিই দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বনাঞ্চল ৪০৪৮.৫৮ হেক্টর ( ৪০ বর্গ কিলোমিটার )নিয়ে এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি গঠিত ।
খবর বিভাগঃ
উদ্ভিদ বিজ্ঞান
উদ্যান ও নিসর্গ
নিবন্ধ
পর্যটন
বাংলাদেশি উদ্যান
0 comments: