Monday, January 27, 2020

পদার্থ বিজ্ঞান


 
*যার ভর এবং আয়তন আছে-ফলে স্থান দখল করে, যা ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায় এবং বল প্রয়োগে কিছু না কিছু প্রতিরোধ সৃষ্টি করে তাকে "পদার্থ" বলে। আর এসকল নিয়ে যে বিজ্ঞান রচিত হয় তাকে পদার্থবিজ্ঞান বলে।

পদার্থবিজ্ঞান(Physics) শব্দটি এসেছে গ্রিক শব্দ 'ফুসিকে'( fusiky ) থেকে যার অর্থ– ‘প্রকৃতি সম্প্রর্কিত জ্ঞান।
 
অন্যভাবে, পদার্থ ও শক্তির অন্তর্নিহিত দর্শন হচ্ছে পদার্থবিজ্ঞান।

‘পদার্থবিজ্ঞানের জনক’(father of physics) পদবীটি কোনো একক ব্যক্তির নয়।আলবার্ট আইনস্টাইন,স্যার আইজ্যাক নিউটন এবং গ্যালিলিও এদেরকে সম্মিলিতভাবে পদার্থবিজ্ঞানের জনক( fathers of physics) বলা হয়।




শেয়ার করুন

0 comments: