Monday, January 27, 2020

শিল্প আসলে কি ?

কাঁচামাল ব্যবহার করে মধ্যবর্তী কোন  চূড়ান্ত দ্রব্য বা পণ্য উৎপাদন করার প্রক্রিয়াকে শিল্প বলে। 

 
 
কোন একজন উদ্যোক্তা কৃষকের কাছ থেকে তুলা কিনে তা থেকে সুতা তৈরি করলে আমরা তাকে শিল্প বলতে পারি। 
 
যেহেতু এ সুতা এখনও চূড়ান্ত পণ্য পোষাকে পরিণত হয়নি তাই এই উৎপাদিত সুতাকে মধ্যবর্তী দ্রব্য বলতে পারি।
 
আবার কোন গার্মেন্টস ফ্যাক্টরির মালিক সুতা দিয়ে বা তিনি সরাসরি কৃষকের কাছে থেকে তুলা নিয়ে সুতা বানিয়ে তা থেকে পোষাক তৈরি করলেও তাকে শিল্প বলে।

শেয়ার করুন

0 comments: