Saturday, January 25, 2020

করোনা প্রসঙ্গ

 
আজ দেখলাম বিশ্বের ১৫ শীর্ষ করোনা ভাইরাস আক্রান্ত দেশের মধ্যে বাংলাদেশ ১৫ তম, পাকিস্তান ১৪ তম, সৌদি আরব ১৩ তম, ইরান ১১ তম ও ভারত ৩য় স্হান অধিকার করেছে। আলহামদুলিল্লাহ শীর্ষ ২০ দেশের মধ্যে মুসলিম প্রধান দেশ হাতে গোনা। 

 
 
৫৭ টা মুসলিম দেশ এক কমই করোনা দ্বারা আক্রান্ত হয়েছে। কারণ আল্লাহ মুসলিমদের রহমতের গিলাফে আবদ্ধ রেখেছেন এবং আল্লাহ তায়ালা রাসুল ( সা.) - কে বলেছেন যে তাঁর অনুসারীদের রোগ-ব্যাধি-মহামারি দিয়ে একেবারেই নিশ্বেষ করে দিবেন না। 
 
 
আমার আত্মীয়-স্বজন-বন্ধু-শুভাকাঙ্খী-পরিচিতদের অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের বেশির ভাগই সুস্হ হয়েছেন। খুবই ক্ষুদ্র অংশ ইন্তেকাল করেছেন।
আমাদের সবার উচিত স্বাস্হ্য বিধি কঠোরভাবে মেনে চলা ও একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের না হওয়া। আর সবাইকে পরিত্রাণের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করা।
 
১১ অগাস্ট ২০২০ - এ লেখা । ২৮ সেপ্টেম্বর ২০২০  তারিখেও বাংলাদেশের অবস্হান ১৫ তম ।

শেয়ার করুন

0 comments: