Monday, January 27, 2020

খাওয়ারিজামী নাঁচ

১২০৪ সালে বাংলাদেশে মুসলিম শাসনের আগে মহিলারা বুক ঢেকে রাখতো না । সহজ কথায় বলা যায় মহিলারা অর্ধ উলঙ্গ থাকতো । শেষ হিন্দু রাজা লক্ষণ সেনের আমলেও তার দরবারে নাঁচ গানের সময় মহিলারা বুক না ডেকেই নাঁচতো । এব্যাপারে সুস্পষ্ট ও ‍সুনির্দিষ্ট তথ্য আছে প্রাচীণ বাংলার  সংস্কৃত গ্রন্হ সেকশুভোদয়ায় । এই বইটি লিখেছেন রাজা লক্ষণ সেনের সভাকবি হলুয়াধ মিশ্র ।

কিন্তু ১২০৪ সালের পর মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলেও মুসলিম রাজা-বাদশাহরা নাঁচ-গান চর্চা ও উপভোগ করাকে নিষিদ্ধ করেননি । বরং তারা হিন্দুয়ানী কথক নৃত্য, ভরতনট্টম ও উদিসা নাঁচ বাদ দিয়ে তারা ইরানি,তুর্কি,তুরানি, আফগানি মুসলিমদের নাঁচ চালু করেন যাতে খুব একটা অশ্লীলতা ছিল না ।

 
 
তারিখ--ফিরুয শাহী  বাংলাদেশের মুসলিম শাসন আমলে প্রকাশ্যে লোকদের নাঁচ-গান উপভোগ করার  নাচের ধরণ জানা যায়, সেটি ছিলো খাওয়ারিজামী নাঁচ। যেই নাচের ভিডিওটি আপনারা দেখছেন এটাই খাওয়ারিজামী নাঁচ।  

উল্লেখ্য খাওয়ারিজাম মূলত পারস্যের ১টি প্রদেশ ছিলো। তবে অনেক সময়েই এটি স্বাধীন রাজ্য, এমন কি সাম্রাজ্য ছিলো। উন্নত সংস্কৃতির অধিকারী খাওয়ারিঝামী সংস্কৃত ছিলো পারসিক সংস্কৃতির অংশ।



শেয়ার করুন

0 comments: