Monday, January 27, 2020

সূর্যশিশির গাছ


সূর্যশিশির এক প্রকার পতঙ্গভুক উদ্ভিদ । এদের পাতায় থাকে চুলের মত কর্ষিকা। কর্ষিকার মাথা থেকে বের হয় আঠা। তাকে চকচকে শিশিরবিন্দুর মতো দেখতে মনে হয়। 
 
যখন এ সূর্যশিশিরে পোকারা আকৃষ্ট হয়ে গাছের কাছে যায়, কোন পাতায় বসে, তখন কর্ষিকা থেকে বের হওয়া এই আঠা আটকে ফেলে পোকাদের। এরপর কর্ষিকা গুটিয়ে শিকারকে পাতার মধ্যে ঢেকে ফেলে, ঠিক খাঁচার মত। পাতা থেকে নিঃসৃত তরল পোকাকে গাছের খাবার উপযোগী করে দেয়।

শেয়ার করুন

0 comments: